পল্লি বিদ্যুৎ এর কুটি বা মিটার সরানো এখন একদম সোজা আবেদন করা যাচ্ছে অনলাইন
পল্লি বিদ্যুৎ (বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড - PBS) এর কুটি বা মিটার স্থানান্তর (সরানো) মিটার পরিবর্তন করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করতে হয়:
কুটি (মিটার) সরানোর প্রসেস:
1. প্রথমে আবেদন পূরণ করতে হবে অনলাইনে এখানে ক্লিক করে আবেদন করুন
নিকটস্থ পল্লি বিদ্যুৎ অফিসে অনলাইনে আবেদন জমা দিতে হবে (বর্তমানে অনলাইনে কুটি সরানো বা মিটার পরিবর্তন নতুন কুটির আবেদন করা যাচ্ছে )
প্রয়োজনীয় কাগজপত্র (জাতীয় পরিচয়পত্রের কপি, বিদ্যুৎ বিলের কপি, জমির কাগজ/দলিল, অনাপত্তিপত্র ইত্যাদি) অনলাইনে আবেদনের সাথে ক্যান কপি জমা দিন।
এখানে আসার পর আপনি যা করতে চাই এখান থেকে সিলেক্ট করে দিন।
পরিদর্শনঃ
PBS অফিস থেকে একজন টেকনিক্যাল কর্মকর্তা এসে মিটার বা কুটি সরানোর স্থানটি সরেজমিনে পরিদর্শন করবেন।
চার্জ নির্ধারণঃ
স্থানান্তর ফি নির্ধারণ করা হবে। এটি নির্ভর করে দূরত্ব, খুঁটি লাগবে কিনা, নতুন তার প্রয়োজন হবে কিনা ইত্যাদির উপর।
ফি পরিশোধঃ
নির্ধারিত ফি অনলাইনে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে বা PBS অফিসে ক্যাশে জমা দিন।
কাজ সম্পাদনঃ
ফি জমা দেয়ার পর PBS টেকনিশিয়ানরা নির্ধারিত সময়ে এসে কুটি বা মিটার স্থানান্তরের কাজ সম্পন্ন করবেন।
ধন্যবাদ পোষ্ট টি মনযোগ সহকারে পড়ার জন্য
No comments