Ads

👉👉আমাদের ওয়েবসাইটিতে আপনাকে স্বাগতম। আমাদের ওয়েবসাইটটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করুন 👈👈

বিদ্যুৎ বিল বেশি আসছে তাহলে পরিবর্তন করে নেন মিটার

পল্লী বিদ্যুৎ (REB / PBS) এর মিটার পরিবর্তনের জন্য সাধারণত নিচের ধাপগুলো অনুসরণ করুন

 আবেদন করা

  • আপনার নিজ নিজ পল্লী বিদ্যুৎ সমিতির (PBS) অফিসে যেতে হবে।
  • নির্দিষ্ট ফরমে মিটার পরিবর্তনের আবেদন করতে হবে।
  • আবেদন করার সময় আপনার লাগবে:
  • গ্রাহক নম্বর (Consumer No)
  • জাতীয় পরিচয়পত্র (NID) এর কপি
  • সর্বশেষ বিদ্যুৎ বিলের কপি
  • ফোন নম্বর

কেন আমরা মিটার পরিবর্তন করবো?

অধিকাংশ সময় দেখা যায় পলি বিদ্যুৎ এর মিটারে বিদুৎ বিল বেশি আসে বা মিটার নষ্ট হয় মিটার অটো পালস দেয় তখন গ্রাহকের বিদ্যুৎ বিল বেশি আসে তখন আমাদের মাথায় আসে কেন বিদ্যুৎ বিল বেশি আসলো অনেকে জানেন না বিদ্যুৎ অফিস গিয়ে একটা আবেদন করলেই আমাদের সমস্যা হয়ে যাবে। 

বিশেষ কারণ উল্লেখ

  • মিটার পরিবর্তন সাধারণত ৩ কারণে করা হয়:
  • মিটার নষ্ট হয়ে গেলে (সঠিকভাবে রিডিং না পাওয়া, ডিসপ্লে নষ্ট, অতিরিক্ত বিল আসা ইত্যাদি)
  • পুরনো মিটার পরিবর্তন করে নতুন প্রিপেইড মিটার লাগানোর জন্য
  • ভোল্টেজ সমস্যা বা টেকনিক্যাল সমস্যার কারণে

 আপনার এলাকার নির্দিষ্ট পল্লী বিদ্যুৎ অফিস (PBS) এর আওতায় চলে যান গিয়ে এই রকম একটা ফর্ম নেন তারপর আপনার বিদ্যুৎ বিলের তথ্য অনুযায়ী তথ্য দিয়ে সবকিছু পূরুন করুন। 
এখন আবেদন ফি পরিশোধ করুন মিটার পরিক্ষা বা আবেদন ফি ২৭৬ টাকা। টাকা দিয়ে এই রকম একটা রসিদ পাবেন সেটা আপনার কাছে সংরক্ষণ করবেন।

চার্জ / ফি

মিটার নষ্ট হলে এবং সেটা অফিসিয়ালি প্রমাণিত হলে সাধারণত গ্রাহকের কাছ থেকে চার্জ নেয়া হয় না।
যদি গ্রাহক নিজে উদ্যোগ মিটার পরিবর্তন করতে চায় তাহলে ফি দিতে হবে 

কিন্তু ইচ্ছাকৃতভাবে ক্ষতি হলে বা নিয়ম ভঙ্গ হলে চার্জ দিতে হতে পারে।

মিটার পরিবর্তন

অনুমোদন হলে PBS এর লাইনম্যান / টেকনিশিয়ান এসে পুরনো মিটার খুলে নতুন মিটার লাগিয়ে দেবে।

ইনস্টল করার পর টেস্টিং করা হবে এবং নতুন মিটার আপনার বাড়িতে ইনস্টল করে দিবে। 

বি দ্র ঃ পোস্ট টি থেকে প্রকৃত হলে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিন 


No comments

Powered by Blogger.